আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত থেকে সাত দশমিক পাঁচ শতাংশে রাখল কেন্দ্র। চলতি আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধির হার পৌঁছতে পারে ৬.৭৫ শতাংশে। মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের আগে আর্থিক সমীক্ষা রিপোর্টে কেন্দ্রের দাবি, এই বাজেটে মৌলিক বা বৈপ্লবিক কোনও নীতিবদলের কথা ভাবা হচ্ছে না। প্রধানমন্ত্রীও জানিয়েছেন ভোট নয়, অর্থব্যবস্থাকে আরও চাঙ্গা করার লক্ষ্যেই হবে বাজেট।
সামনের বছর লোকসভা ভোট। ফলে শেষ পূর্ণাঙ্গ বাজেটে অর্থব্যবস্থাকে চাঙ্গা করার লক্ষ্য কী ভোটের সব সমীকরণ বদলে দেবে? বিরোধীরা সেই আশঙ্কা করলেও আর্থিক সমীক্ষায় সরকারের দাবি, বাজেটে নতুনত্ব কিছু নয়, দেশের আর্থিক স্বাস্থ্যকে শক্তিশালি করতে চালু প্রকল্পগুলিতেই জোর দেওয়া হবে।
দেশের আর্থিক স্বাস্থ্য শক্তিশালি করতে মূলত কৃষি, এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পুনুরুজ্জীবনের মতো বিষয়গুলিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের আর্থিক সমীক্ষা রিপোর্টের থিম পিঙ্ক। সাবেক নীল রং থেকে এবার আর্থিক সমীক্ষার সবকিছুই গোলাপি।
Be the first to comment