ফের আইএমএফ-এর শীর্ষ পদে বসলেন এক ভারতীয়

Spread the love
ফের আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ( আইএমএফ )-এর শীর্ষ পদে বসলেন এক ভারতীয়। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের পর ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক গীতা গোপীনাথ আইএমএফ-র চিফ ইকোনমিস্ট পদে স্থলাভিষিক্ত হলেন। প্রথম ভারতীয় মহিলা হিসাবেও নজির গড়লেন অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই পদে ছিলেন মার্কিন অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ড। চলতি বছরের শেষে অবসর নেবেন বলে জানিয়েছেন মরিস। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ইকোনমিক্সের প্রফেসর গীতা ন্যাশনাল ইকোনমিক্স এবং ম্যাক্রো-ইকোনমিক্স বিষয়ে গবেষণা করছেন। কেরলের সরকারের বিশেষ অর্থনৈতিক উপদেষ্টা হিসাবেও কাজ করছেন তিনি।
কলকাতার সঙ্গেও সম্পর্ক রয়েছে গীতা গোপীনাথের। ১৯৭২ সালে কলকাতাতে জন্ম তাঁর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন থেকে স্নাতক এবং ১৯৯৬ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। এরপর নিউ জার্সির প্রিনস্টোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পূর্ণ করেন গীতা।
নিউইয়র্ক এবং বস্টনের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের সদস্য হিসাবেও কাজ করেছেন অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। তাঁর এই কর্মজীবনে বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন ৪৬ বছরের এই অর্থনীতিবিদ। ২০১৮ সালে আমেরিকান অ্যাকাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্স তাঁকে ফেলোশিপ প্রদান করে। ২০১১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইয়ং গ্লোবাল লিডার হিসাবে মনোনীত হন গীতা। এমনকি ২০১৪ সালে আইএমএফ-র সেরা ২৫ অর্থনীতিবিদের মধ্যেও নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন গীতা গোপীনাথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*