চোখ রাখুন আকাশে। শুক্রবার মাঝরাতে আকাশজুড়ে হবে উল্কাবৃষ্টি। এই উল্কাবৃষ্টির নাম জেনিমিড। চেনা যাবে সহজেই। দেখতে হলুদরঙা। কিন্তু তার লেজ নানা রঙের, উজ্জ্বল লাল, নীল আর সাদা। উত্তর গোলার্ধে বাস যাদের, তারা ভালোভাবে এই উল্কাবৃষ্টি দেখবেন।
এক ঘণ্টায় কম করেও ১০০ উল্কা। এর গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৭৫ কিলোমিটার। মাঝরাতে ভারতের আকাশে সবথেকে ভালো করে বোঝা যাবে জেনিমিডকে। রাত বারোটা থেকে দুটোর মধ্যে। এই উল্কাবৃষ্টি দেখতে কোনও বিশেষ যন্ত্রপাতি লাগবে না। আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে সহজেই।
Be the first to comment