ঘোলা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুখেন্দু কান্তি ভৌমিক (৫৫) নামের এক ব্যবসায়ীর উপর প্রকাশ্যে গুলি চালিয়ে পালিয়ে যায় একদল দুষ্কৃতি। যার জেরে গুরুতর আহত হয়েছেন তিনি।
জানা গিয়েছে, রবিবার রাতে ওই ব্যবসায়ী যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তিনজন দুষ্কৃতি বাইকে করে এসে খুব কাছ থেকেই তাঁকে শুট করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিন রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল এদিন। শব্দ শুনেই ছুটে আসেন এলাকাবাসীরা। ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সুখেন্দু।
জানা গিয়েছে, একটি গুলি ব্যবসায়ীর বুকের ঠিক নিচে লেগেছিল। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
তবে কে বা কারা ওই ব্যক্তির উপর গুলি চালাল, এ নিয়ে ঘনিয়েছে রহস্য। তদন্তকারীদের দাবি, মুরাগাছা এলাকায় একটি পানশালার মালিকানা নিয়ে ঘোলার আরও এক ব্যবসায়ী মানিক দাসের সঙ্গে সুখেন্দু কান্তি ভৌমিকের মধ্যে বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই এদিনের ঘটনাটি ঘটেছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
তবে ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওই তিন দুষ্কৃতির খোঁজ চালাচ্ছে ঘোলা থানার পুলিশ। এদিকে বিষয়টি নিয়ে ব্যবসায়ীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।
Be the first to comment