রোজদিন ডেস্ক:-
অরম অরুণরোজ নামে ৬৪ বছর বয়সী এক নারী তার বাড়িতে সন্ধ্যার খাবার তৈরি করছিলেন। সেইসময় হুট করেই তিনি তার উরুতে তীব্র ব্যথা অনুভব করেন এবং দেখতে পান বিশাল আকারের এক অজগর তাকে পেঁচিয়ে ধরেছে। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককে ।
ওই মহিলার বয়ানে জানা যায়, তিনি জল ভরছিলেন,তিনি তাকিয়ে দেখেন সাপটি তাঁকে পেঁচিয়ে ধরেছে। চার থেকে পাঁচ মিটার লম্বা সেই অজগর চারপাশ থেকে পেঁচিয়ে ধরে এবং রান্নাঘরের মেঝেতে নিয়ে যায়।
অরম অরুণরোজ আরও বলেছেন, তিনি সাপটির মাথা ধরেন কিন্তু সেটি তাঁকে ছাড়েনি, সেটি কেবল শক্তভাবে পেঁচিয়ে ধরতে থাকে। একপর্যায়ে তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু প্রায় দেড় ঘণ্টা পর কোনো প্রতিবেশী তার বাড়ির পাশ দিয়ে যান। তখনই সেই ব্যক্তি অরমের চিৎকার শুনে কর্তৃপক্ষকে খবর দেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, তিনি পৌঁছানোর পরেও দেখেন ওই নারী দরজার দিকে ঝুঁকে ছিল। তাকে বিধ্বস্ত এবং ফ্যাঁকাসে লাগছিল এবং সাপটি তাকে পেঁচিয়ে ছিল।
এরপর পুলিশ ও প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা সাপটির মাথায় আঘাত করলে একটা সময়ের পর অরমকে ছেড়ে দেয়।
অরমকে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে ।
Be the first to comment