চিনের স্মার্ট ফোন প্রস্তুতকারকGionee-এর মালিক লিউ লিরং সাইপান-এর এক ক্যাসিনোতে জুয়া খেলতে গিয়ে ১ কোটি ৪৪ লক্ষ ডলার খুইয়েছেন। সিকিউরিটি টাইমস নামক এক পত্রিকা জানিয়েছে সেই টাকা লিউ লিরং আবার কোম্পানির ফান্ড থেকে ধার নিয়েছিলেন । তার পর থেকেই, একসময় ভারতের বাজারে সাড়া ফেলে দেওয়া জিওনির শনির দশা অব্যাহত।
সাউথ চায়না মর্নিং পোষ্টকে উদ্ধৃত করে সিকিউরিটি টাইমস জানিয়েছে, জিওনি তাদের সাপ্লায়ারদের টাকা দিতে পারছে না। এমনকি সাপ্লায়ারদের সঙ্গে করা চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছে। GSMArena নামে আরেকটি ম্যাগাজিন জানিয়েছে, সাপ্লায়ার ছাড়াও প্রায় ৪০০ কোম্পানি আছে যারা জিওনির কাছ থেকে টাকা পায়। বিভিন্ন সাপ্লায়ার, মার্কেটিং এজেন্সি ও বিজ্ঞাপন দাতাদের ২৪৫ কোটি ডলার Gionee ফেরত দিতে পারছে না। যদিও কোম্পানিটি চিনে ও ভারতে ব্যবসা করে চলেছে। ভারতের বাজারে Gionee S11 Lite আর Gionee F205 মডেলও এনেছে।
এই বছরের শুরুতে Gionee ভেবেছিল, তাদের ভারতের শাখাটিকে, Gionee-এর ভারতীয় শাখার প্রধান এবং ভারতীয় স্মার্টফোন Karbonn Mobile -এর মালিক অরবিন্দ ভোরাকে বিক্রি করে দেবে। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। তখনই বোঝা গেছিল ভারতের বাজারে Gionee -এর খারাপ দিন শুরু হয়েছে। গত বছরই অবশ্য, এই অরবিন্দ ভোরাকে সরিয়ে দিয়ে ভারতীয় শাখার পুরো দায়িত্ব নিয়ে নেয় Gionee। যদিও এই অরবিন্দ ভোরার হাতে এই Gionee কোম্পানির ২৬% শেয়ার আছে। এর ওপর, কোম্পানি থেকে জুয়া খেলার টাকা নেওয়ার জন্য চিনের কোর্ট ২ বছরের জন্য Gionee -এর মালিক লিউ লিরং-এর ৪১.৪% শেয়ার ফ্রিজ করে দিয়েছে।
ভারতের বাজারে ২০১৩ সালে Gionee আসে। এবং ভারতের বাজারে মোবাইল ব্যবসায় শীর্ষ স্থানে চলে আসে অল্পদিনের মধ্যেই। ভারতের বাজারে কোম্পানিটি আনে বিভিন্ন মডেলের ফোনের সঙ্গে পৃথিবীর সবচেয়ে পাতলা ফোন Elife S5। ২০১৬ সালে Gionee আলিয়া ভাটের মতো চিত্রতারকাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে। এমনকি, গত বছরে বাহুবলীর নায়ক দক্ষিণ ভারতের মেগাস্টার প্রভাসকেও ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে।
কিন্তু কপাল খারাপ, এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্টে দেখা গেছে ভারত ও চিনের বাজারে মুখ থুবড়ে পড়েছে Gionee। বছরের তৃতীয় ত্রৈমাসিক রিপোর্টেও Gionee কোম্পানিটির পতন অব্যহত আছে। চিনে তাদের বাজার দখল করে নিয়েছে Huawei, Vivo আর Oppo। অতএব ভারতেও, ক্রিকেট মাঠ থেকে রাস্তার বিলবোর্ডে Gionee কে খুঁজতে অনুবীক্ষণ যন্ত্র লাগছে।
Be the first to comment