বিজেপি-কংগ্রেস দড়ি টানাটানিতে মধ্যপ্রদেশে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে সমানে সমানে টক্কর দেবে কংগ্রেস ৷ এহেন টালমাটাল পরিস্থিতিতে বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের একটি ভিডিও ঘিরে রাজনীতির পারদ চড়ছে ৷
বিতর্কিত মন্তব্য করে সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন গিরিরাজ সিং ৷ এবার মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথের একটি ভিডিও পোস্ট করেন গিরিরাজ ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেসের তালিকায় দাগী আসামীদের নাম নথিভুক্ত করছেন কমলনাথ।
ভিডিওটিতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির উদ্দেশে কমলনাথ বলছেন, ‘কেউ কেউ বলছেন এই ব্যক্তির বিরুদ্ধে ৫টি অপরাধমূলক কাজ নথিভুক্ত রয়েছে ৷ আমি ধরে নিলাম এর বিরুদ্ধে ৬টি ক্রিমিনাল কেস রয়েছে ৷ কিন্তু আমি তেমন ব্যক্তিকেই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করাব যে বিরোধী পক্ষকে পর্যদস্তু করে ভোটে জয়ী হবে ৷’
কমলনাথকে কোণঠাসা করতে তৎপর গিরিরাজ সিং ৷ বলেন, ‘কমলনাথ জি-কে তিহার জেলে নিয়ে যাওয়া হোক ৷ সেখানেই তিনি সম্ভবত দলের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পেতে পারেন ৷’ একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘এটাই কংগ্রেসের রাজনীতি ৷ যেকোনও মূল্যে ক্ষমতা দখলই তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য ৷ কিন্তু রাজ্যের মানুষের চিন্তাভাবনা অনেক বেশি প্রশস্থ ৷ আগামী ২৮ নভেম্বর রাজ্যবাসী এসমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই আশা করি ভোট দেবেন ৷’ গিরিরাজের এহেন ভিডিও ট্যুইটে যথারীতি চাপে পড়ে যায় কংগ্রেস ৷ ড্য়ামেজ কন্ট্রোল করতে ময়দানে নামে কংগ্রেস ৷ গোটা বিষয়টিকেই ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ তিনি বলেন, ‘রাজ্যের মানুষকে ইচ্ছেকৃতভাবে বিচলিত করার চেষ্টা করছেন গিরিরাজ সিং ৷’
Be the first to comment