নাটক চলাকালীন বাগবাজারের গিরিশ মঞ্চে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল। দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন খুব বেশি ছড়ায়নি বলে সূত্রের খবর। নাটক চলাকালীন আগুন লাগার ঘটনায় দর্শক থেকে কলাকুশলী-সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় হলে উপস্থিত ছিলেন দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিৎ বসু। নিরাপদে বের করে আনা হয় দুই বিচারপতিকে।
বুধবার, নাটক চলাকালীন ৬.০৫ নাগাদ আচমকা গিরিশ মঞ্চের দরজায় আগুন লাগে। ধোঁয়া এবং আগুন দেখে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন দর্শকরা। কলাকুশলীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গিরিশ মঞ্চের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলকে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে মঞ্চ কর্তৃপক্ষ। দুই বিচারপতিই জানান, বাইরে অপেক্ষা করবেন। দমকল কর্মীরা এবং পুলিশ যদি আগুন নিয়ন্ত্রণে আসার পর যদি পুনরায় নাটক শুরুর অনুমতি দেন, তবে তাঁরা আবার প্রেক্ষাগৃহে ফিরে যাবেন। নাটক দেখে তবেই ফিরবেন।
Be the first to comment