ব্রেন ডেথ ঘোষণা করেছেন চিকিৎসকরা। কিডনি, লিভার, চোখ, ত্বক, হৃদয় প্রতিস্থাপনের জন্য শুরু হয় তোড়জোড়। কিন্তু, বাকি অঙ্গ-প্রতঙ্গগুলি প্রতিস্থাপনের ব্যবস্থা হলেও সময় ও দূরত্বের জন্য আটকে গেল হৃদয় প্রতিস্থাপনের প্রক্রিয়া। বাঁচল না কিশোরীর হৃদয়।
কানে সংক্রমণের জন্য SSKM-এ চিকিৎসা চলছিল শিলিগুড়ির বছর পনেরোর মল্লিকা মজুমদারের। ১৩ অগাস্ট চিকিৎসকরা বুঝতে পারেন, মল্লিকার ব্রেন ডেথ শুধু সময়ের অপেক্ষা। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। বোঝানো হয় মল্লিকার অঙ্গ-প্রত্যঙ্গ অন্যের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে বেঁচে থাকবে সে। এরপর গতকাল সন্ধ্যাবেলায় মল্লিকার ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা।
গতকাল সন্ধ্যা থেকেই লিভার, কিডনি, চোখ, ত্বক ও হৃদয় প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ত্বক ও চোখ হাসপাতালেই সংরক্ষণের ব্যবস্থা করা হয়। লিভার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের শরীরে প্রতিস্থাপনের ব্যবস্থা হয়েছে। কিডনি দুটি SSKM-এ ভর্তি দুই রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে।
কিন্তু, সমস্যা হয় হৃদয় নিয়ে। কারণ যে গ্রহীতার খোঁজ পাওয়া গিয়েছে তিনি দিল্লিতে রয়েছেন। এদিকে হৃদয় দিল্লি পৌঁছে দেওয়ার বিমান পাওয়া যাবে আজ। কিন্তু, হৃদয়কে মাত্র চারঘণ্টা বাঁচিয়ে রাখা সম্ভব। তাই শুধুমাত্র দূরত্ব ও সময়ের অভাবে বাঁচানো গেল না হৃদয়।
Be the first to comment