দেশের রাজধানী দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিলই। অনেকে বলেন দিল্লি আসলে ‘ধর্ষণের রাজধানী।’ দেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক শহর বলেও দিল্লিকে সবার উপরে রাখেন অনেকে। এ বার নারী নিরাপত্তার আরও ভয়াবহ ছবি উঠে এল একটি সংস্থার রিপোর্টে। যেখানে বলা হয়েছে, প্রতিদিন গড়ে ১১ জন মেয়ে নিরুদ্দেশ হয়ে যায় দিল্লি থেকে। যাঁদের সিংহভাগের বয়স ১২-১৮’র মধ্যে।
অ্যালায়েন্স ফর পিপলস রাইটস নামের একটি মানবাধিকার সংগঠন তাদের রিপোর্টে লিখেছে, ২০১৭ সালে দিল্লি থেকে ৩ হাজার ৯১৫ জন মেয়ে নিরুদ্দেশ হয়েছিল। যাদের অধিকাংশের বয়স ১২-১৮ বছরের মধ্যে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, নিখোঁজ মেয়েদের মধ্যে পুলিশ ফিরিয়ে আনতে পেরেছিল ২ হাজার ৫৬০ জনকে। বাকি ১ হাজার ৩৫৯জনের খোঁজই আর মেলেনি।
সংশ্লিষ্ট মহলের মতে, যে বয়সের মেয়েরা নিখোঁজ হচ্ছে তাতে এটা পরিস্কার নারীপাচারের বিরাট চক্র রাজধানীর বুকে জাল বিছিয়েছে। গত পাঁচ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই সংখ্যা।
Be the first to comment