গত ২২ শে ডিসেম্বর বিজসেন স্ট্যান্ডার্ডে দেওয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত অর্থনীতিবিদ গীতা গোপীনাথ জানান কোনো অর্থনীতিবিদই নোটবন্দী কে প্রয়োজনীয় বলতে পারেন না এবং ভারতের মতো দেশে এর কোনো প্রয়োজনীয়তাই ছিলো না। এই অর্থনীতিবিদ ভারতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার সাথে সাথে মূল্যবৃদ্ধির জন্য দেশের অর্থনীতি ও মানুষের ক্রয়ক্ষমতায় নেতিবাচক প্রভাব নিয়েও বলেন।তিনি আরও জানান আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে চলে আসা পেট্রোপন্যের কম দামের সুফল তুলতে রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। এতে সাধারন মানুষের ক্রয়ক্ষমতার উপর চাপ বাড়ছে ও মানুষের জীবনধারণের ক্ষেত্রে নাভিশ্বাস উঠছে। তিনি দেশের প্রকৃত GDP এর হার নিয়েও সংশয় প্রকাশ করেন।
হাভার্ড ইউনিভার্সিটির এই প্রফেসর কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত করেছে। দিল্লী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গীতা গোপীনাথ এর জন্য আজ সারা ভারত গর্বিত। জিজি নামে খ্যাত এই ভারতীয় প্রাক্তন আরবিআই গর্ভনর রঘুরাম রাজনের পর এই পদ ভারতীয় হিসাবে পেলেন।
Be the first to comment