আগামী মঙ্গলবার ১৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ১৬ ও ১৭ অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলবে ব্যবসার বিশেষ সম্মেলন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই চতুর্থ বারের জন্য বাংলায় আয়োজিত হতে চলেছে গ্লোবাল বিজনেস সামিট। অংশগ্রহন করবে জাপান, ইউএসএ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, চায়না, মালয়েশিয়া, তাইওয়ান, ইসরায়েল, স্পেন, বেলারুস, চেক রিপাব্লিক, কোরিয়া, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মতো প্রায় ২০ টি দেশ অংশগ্রহন করবে। তবে কথা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। শুক্রবার বিজেপি সূত্রে একথাই জানানো হয়েছে।
উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে ,বাংলাদেশের বানিজ্যমন্ত্রী তোফেল আহমেদ, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল সহ বিশিষ্ট ব্যক্তিত্ত্বরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়। সারা ভারত ও ২৯ টি দেশ মিলিয়ে মোট ৪০০০ প্রতিনিধি আসবেন শহর কলকাতায়। ২ লক্ষ ৪৩ হাজার ১০০ কোটির বিনিয়োগের সম্ভাবনা।
Be the first to comment