বিমানে করে গন্তব্যে উড়ে গেলেন যাত্রীরা। পৌঁছলেন নির্বিঘ্নেই। কিন্তু সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেও মাথায় হাত পড়ল গো-এয়ার বিমানের বেশ কিছু যাত্রীর। বিমানবন্দরে নেমে লাগেজ নেওয়ার সময় দেখলেন বিমানে করে তিনি উড়ে এসেছেন বটে, কিন্তু লাগেজ আসেনি।
রবিবার এই ঘটনা ঘটেছে গো-এয়ারের বিমানে। শ্রীনগর থেকে জম্মুর দিকে রওনা হয়েছিল গো-এয়ারের জি৮-২১৩ বিমানটি। কিন্তু বেশ কয়েকজন যাত্রীর লাগেজ ছাড়াই গন্তব্যে পৌঁছে গিয়েছে ওই বিমান। এক যাত্রী আব্দুল হামিদ অভিযোগ করেছেন, “বিমানকর্মীরা আমাদের ব্যাগপত্র প্লেনে তোলেইনি।“ তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক ভাবে লাগেজ পাওয়ার জন্য তাঁদেরকে অপেক্ষা করতে বলে বিমান কর্তৃপক্ষ।
যাত্রীরা জানিয়েছেন, গো-এয়ার বিমানের কর্মীরা এই ঘটনার পর জানান যে সব যাত্রীর লাগেজ যত দ্রুত সম্ভব শ্রীনগর থেকে জম্মু নিয়ে আসা হবে। গো-এয়ারের বিমান বা অন্ত কোনও এয়ারলাইন্সের বিমানে নিয়ে আসা হবে এই লাগেজ। কিন্তু যাত্রীদের একাংশের অভিযোগ, ঘন্টাখানেক অপেক্ষা করার পর আচমকাই আমাদের বলা হয় আগামীকাল অর্থাৎ সোমবার এসে লাগেজ নিয়ে যেতে হবে।
যদিও এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি গো-এয়ার কর্তৃপক্ষ।
Be the first to comment