‘মমতাকে চায় গোয়া’, বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Spread the love

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। সোমবার গোয়ার বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন তিনি। ইস্তফা দেওয়ার পরই তাঁর মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। তিনি বলেন, ‘মমতাকে চাইছে গোয়া।’ আর এখানেই তাঁর দলবদলের ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে।

এদিন লুইজিনহো ফালেরিও বলেন, ‘ন্যাভেলিন অঞ্চলের মানুষকে অনেক ধন্যবাদ। তাঁরা আমার উপর ভরসা রেখেছিলেন।আগামীদিনেও আমি তাঁদের জন্য কাজ করব।’ একইসঙ্গে তৃণমূলের দলবদলের জল্পনা উস্কে এদিন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘মমতা হলেন মহিলা উন্নয়ণের কাণ্ডারী। তিনি স্ট্রিটফাইটার। গোয়াতে তাঁকে প্রয়োজন। মমতা একাধিক বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। বিজেপিকে ডিরেক্ট চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। মমতাকে অনুরোধ জানাবো, গোয়ায় এসে তিনি দায়িত্ব নিন।’ একইসঙ্গে নিজের বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রবীন হলেও এখনও শরীরে বইছে তাজা রক্ত।’

প্রসঙ্গত, গোটা দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্য থেকে পদ্ম সরকারকে সমূলে উৎপাটিত করার ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে গোটা দেশে জোড়াফুলের বিস্তার ঘাটনোর ব্লু-প্রিন্টের কথা। ২০২৪-এ রাজধানী দখলের নীল নকশা তৈরিতেই কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। বাংলার সীমানা পেরিয়ে কখনও ত্রিপুরা তো কখনও অসমকে টার্গেট করেছেন নেত্রী। এবার তাদের লক্ষ্যে গোয়ায় সংগঠন বিস্তার করার। সেই পরিকল্পনার একটি অংশ হিসেবেই লুইজিনহো ফালেরিওর তৃণমূলে অভিষেক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত প্রবীন রাজনীতিবিদ লুইজিনহো ফালেরিও। গোয়ার নাভেলিম কেন্দ্র থেকে সাত বার জিতে বিধায়ক হয়েছেন তিনি। এই কংগ্রসি নেতা দু’বারের মুখ্যমন্ত্রীও ছিলেন। পাশাপাশি ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। এর আগে অন্য রাজ্যে কংগ্রেসের সংগঠন মজবুত করতে বড়সড় ভূমিকা ছিল ফালেরিও-এর। এহেন কংগ্রেস নেতার দলবদলের গুঞ্জনে হইচই পড়ে গিয়েছে গোয়ায়। তাঁর অভিজ্ঞতাকেই তৃণমূল কাজে লাগাতে চাইছেন বলে মনে করা হচ্ছে। তবে কি ফালেরিওর নেতৃত্বেই গোয়া থেকে বিজেপি বিরোধী লড়াই শুরু করবে তৃণমূল? ‘বাংলার গর্ব মমতা’, ‘খেলা হবে’-এর মতো জনপ্রিয় স্লোগানগুলি এবার শোনা যাবে গোয়ায়?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*