উত্তপ্ত গোয়ালিয়র, জারি ১৪৪ ধারা

Spread the love

তফশিলি জাতি ও উপজাতির নির্যাতন রোধ আইনে কেন্দ্র‌ের প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধে এ বার তুমুল বিক্ষোভ শুরু হল গোয়ালিয়রে ৷ উচ্চবর্ণের এই বিক্ষোভে সামিল হয়েছে বহু যুবক ৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোয়ালিয়র৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷

উল্লেখ্য, গত ২০ মার্চ তফশিলি জাতি ও উপজাতি নি‌র্যাতন আইনের কয়েকটি ধারার উপর কিছু নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়, ওই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে। পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতিদের উপরে কোনও অত্যাচারের ঘটনায় মামলা করতে গেলে ডিএসপি প‌র্যায়ের তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকা জারির পরই দেশজুড়ে বনধ ডাকে বেশ কয়েকটি দলিত সংগঠন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয় ৷

সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে ওই আইনে কিছু সংশোধনী আনতে চাইছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তেরই বিরোধিতায় নেমেছে মধ্যপ্রদেশের বেশ কিছু তথাকথিত উচ্চবর্ণের সংগঠন৷ গোয়ালিয়রের রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দিয়েছে তারা ৷ শুরু হয়েছে রেল অবরোধও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*