মোদির রক্তচাপ বাড়িয়ে আদালতে গেল গোদরেজ গ্রুপ। বুলেট ট্রেনের জন্য ভিক্রোলি শহরতলির জমি অধিগ্রহণের বিরোধিতায় মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংস্থাটি। রেললাইন পাতার জন্য অধিগৃহীত জমির মধ্যে প্রায় ৮.৬ একর জমি সংস্থাটির। যেটা কোম্পানির পরিকাঠামোগত উন্নয়নের জ্ন্য প্রয়োজন বলে আদালতে জানানো হয়ছে। উল্লেখ্য, মুম্বই থেকে আহমেদাবাদ মোট ৫০৮.১৭ কিলোমিটার রেলপথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ২১ কিলোমিটার যাবে সুড়ঙ্গের মধ্যে দিয়ে। সুড়ঙ্গের একটি মুখের শুরু হয়েছে ভিখরোলি শহরতলি থেকে। যেটা গোদরেজ সংস্থারই জমি বলে জানা গেছে। কিন্তু কোনওভাবেই জমি দিতে রাজি ন গোদরেজ কর্তা। আগামি ৩১ জুলাই মামলাটির শুনানি হবে মুম্বই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে।
Be the first to comment