রিপোর্টার- (সুভাষ মজুমদার)
নিখোঁজ ব্যবসায়ীর নাম রতন রায়, বাড়ি গোঘাটের রঘুবাটী এলাকায়। গোঘাট ১নং ব্লকের বিজলকোনা গ্ৰাম এর খালে জলের স্রোতে বাইক সহ ভেষে যায় গত কাল রাত্রে ,বাইক উদ্ধার হলেও ব্যবসায়ী কে এখনও উদ্ধার করা যায়নি। তল্লাসী চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স ও এন ডি আর এফ এর কর্মীরা।
জানা গেছে রতন বাবুর গোঘাট কুমারগঞ্জে একটি সোনার দোকান ছিল,প্রতি দিনের মতোই রতন বাবু রাত সাড়ে আটটা নাগাদ নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরেন।
গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন।গোঘাট থানার বিজলকণা মাঠের শিব মন্দির এর কাছে দেব খালের উপরের রাস্তা দিয়ে পার হয়ে বাড়ি ফিরতে হতো তাকে।
রাত সাড়ে দশটা বেজে গেলেও বাড়ি ফেরেনি রতন বাবু ফলে অনেক খোঁজখুঁজি করেন পরিবারের লোক, অবশেষে খোঁজ না পেয়ে ঘোঘাট থানায় নিখোঁজের অভিযোগ করেন ।
পরিবারের অনুমান ওই রাস্তা দিয়েই তিনি প্রতিদিন বাড়ি ফেরেন হয়তো জলের তোরে তিনি ভেসে গেছেন।
পরিবারের অনুমানের ভিত্তিতেই আজ প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা একটি দল খোঁজাখুঁজি করে তার বাইকটি উদ্ধার করতে পারলেও রতন বাবু কে এখনো খুঁজে পাওয়া যায়নি।
রতন বাবুর কাকা রাম প্রসাদ রায় বলেন রতন কাল সাড়ে আটটায় দোকান বন্ধ করে। সাড়ে দশটা বেজে গেলেও বাড়ি ফেরেনি,আমার অনেক খোঁজাখুঁজি করি।কোনো খোঁজ না মেলায় গোঘাট থানায় জানাই, আমাদের অনুমান এই দেব খালের পার দিয়ে রতন বাড়ি ফেরে, খালে জলের স্রোত প্রচুর তাই কোনো কারণে জলের স্রোতে পরে ভেসে গেছে বলে মনে হয়। আবার রাস্তায় অন্য কিছুও ঘটতে পারে। প্রশাসনের তরফ থেকে খোঁজা খুঁজি করছে এই স্থানেই।
Be the first to comment