বিশ্বকাপের সেরা গোলকিপারদের ‘গোল্ডেন গ্লাভস’

Spread the love

রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর ১৯ দিন পরই বসবে। এর আগের ২০ আসরে অনেক ম্যাচেই ফরোয়ার্ড ও মিডফিল্ডারদের ছাপিয়ে দলের জয়ের নায়ক হয়েছেন অনেক গোলরক্ষক। তবে টুর্নামেন্ট জুড়ে সেরা গোলরক্ষকের পুরস্কার পেতেন না কোনো গোলকিপার। প্রথম বিশ্বকাপ থেকেই সেরা গোলরক্ষক নির্বাচন শুরু হলেও পুরস্কারটা দেয়া হয় ১৯৯৪’র আসর থেকে। ১৯৮২ বিশ্বকাপ থেকে সেরা গোলদাতা (গোল্ডেন বুট) এবং সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) দেয়ার প্রচলন হলেও তখনও ছিলনা গোলরক্ষকদের জন্য কোন স্বীকৃতি। রাশিয়ার বিখ্যাত গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে ১৯৯৪’র যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু হয় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড’। প্রথমবারেই এ পুরস্কার জিতেছিলেন বেলজিয়ান গোলরক্ষক মাইকেল প্রেডহোম। পরে অবশ্য ২০১০’র দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে পরিবর্তন হয় এ পুরস্কারের নাম। এ পুরস্কারের নাম দেয়া হয় গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড। গত ব্রাজিল বিশ্বকাপে ‘গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড’ জিতেছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ার। এখনও পর্যন্ত ছয়বার দেওয়া হয়েছে গোল্ডেন গ্লাভস পুরস্কার।
বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস বিজয়ী গোলরক্ষকরা হলেনঃ-
১৯৯৪ বিশ্বকাপ: মাইকেল প্রেডহোম (বেলজিয়াম)
১৯৯৮ বিশ্বকাপ: ফাবিয়েন বারথেজ (ফ্রান্স)
২০০২ বিশ্বকাপ: অলিভার কান (জার্মানি)
২০০৬ বিশ্বকাপ: জিয়ানলুইজি বুফন (ইতালি)
২০১০ বিশ্বকাপ: ইকার ক্যাসিয়াস (স্পেন)
২০১৪ বিশ্বকাপ: ম্যানুয়েল ন্যয়ার (জার্মানি)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*