গল্ফগ্রিন থানার লক আপে বিজেপি কর্মীর মৃত্যু, এবার সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওয়ার আর্জি

Spread the love

গল্ফ গ্রিন থানার লক আপে মারধরে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ। ওই ঘটনায় এবার হস্তক্ষেপ হাইকোর্টের। গল্ফগ্রিন থানার সব সিসিটিভি ফুটেজ রেজিষ্টারের কাছে জমা দিতে আর্জি জানালেন মৃতের ভাই রাজীব সাহা। বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে এই বিষয়টি উল্লেখ করা হয়। এই সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে সব থানায় সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। সেই রাতে লক আপের ভিতর ঠিক কী ঘটেছিল, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুললেন মৃতের ভাই।

ঠিক এক মাস আগে, গল্ফগ্রিনে পুলিশের মারধরে লক আগে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। দীপঙ্কর সাহা নামে ওই যুবকের পরিবার প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।

পুলিশ লকআপে যুবকের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে ৫ অগস্ট। দু’দিন আগেই জিজ্ঞাসাবাদের নাম করে তাঁকে ডেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। সেদিনই আবার রাত ৯টার সময়ে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা। এমন অভিযোগ ছিল পরিবারের। পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

পরিবারের দাবি অনুযায়ী, এরপর থেকেই অসুস্থ ছিলেন দীপঙ্কর। শিশুমঙ্গল হাসপাতাল, বাঙ্গুর হাসপাতাল ঘোরার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশ এমনভাবে তাঁকে মেরেছিল, তার জেরেই মৃত্যু। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লালবাজার। পুলিশ অবশ্য পরিবারের দেওয়া তথ্য সম্পূর্ণ মানতে চায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে লালবাজার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*