বাংলা ক্রিকেটের নক্ষত্র পতন। চলে গেলেন গোপাল বসু (৭১)।
কয়েকদিন আগেই বার্মিংহামে ছেলের কাছে গিয়েছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। সেখানেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ভারতীয় সময় রবিবার সকালেই মৃত্যু হয় তাঁর। বাংলা ক্রিকেটে উল্লেখযোগ্য একটি নাম গোপাল বসু। দীর্ঘদিন যুক্ত ছিলেন কোচিং-এর সঙ্গেও। প্রথম শ্রেণির ক্রিকেটে বহু ক্রিকেটার তাঁর হাতেই তৈরি।
শুধু বাংলা দলের হয়ে নয়। গোপাল বসু খেলেছেন ভারতীয় দলের হয়েও। একটি একদিনের ম্যাচ এবং বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছিলেন জাতীয় দলের হয়ে। একদিনের ম্যাচটি খেলেন ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে সুনীল গাভাসকারের সঙ্গে ১৯৪ রানের পার্টনারশিপ ছিল তাঁর। গোপাল বসুর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়া মহলে।
Be the first to comment