বাংলা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবে। সমস্ত অন্ধকার ও বাধা কাটিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাবে বাংলা। যে কোনও রকম বাধা ও অন্ধকারকে সরিয়ে ভারতকে পথ দেখাবে বাংলা। মুখ্যমন্ত্রীর একটা বড় ভূমিকা রয়েছে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রকে আলোর দিশা দেখানোর ক্ষেত্রে। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আলোর দিশারি হবে এই রাজ্য।সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে একথাই বললেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে গোপালকৃষ্ণ গান্ধীকে সাম্মানিক ডিলিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়।
এদিন তিনি আরও জানান, গণতন্ত্রের ক্ষেত্রে ভয়ের কোনও জায়গা নেই। আমাদের দেশে নির্ভয়ে তথ্যের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, লেখার স্বাধীনতার বহিঃপ্রকাশ করতে হবে। গণতন্ত্র ও প্রজাতন্ত্রের ক্ষেত্রে ভয় বড় শত্রু। ভয় এবং গণতন্ত্র, নিষেধাজ্ঞা এবং প্রজাতন্ত্র কখনও একসঙ্গে চলতে পারে না।
Be the first to comment