বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও কয়লা শ্রমিক-কর্মচারী আন্দোলনের নেতা কমরেড গোপীনাথ দে’র জীবনাবসান হয়েছে। দীর্ঘদিন বার্ধক্য জনিত অসুস্থতায় ভূগছিলেন। বৃহস্পতিবার সকালে মধ্য কলকাতায় নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪বছর। তিনি ‘নন্দন’ পত্রিকার প্রতিষ্ঠালগ্নে সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন। অসংখ্য কবিতা, প্রবন্ধ, ছোটগল্প তিনি লিখে গেছেন। ‘নন্দন’, ‘দেশহিতৈষী’, ‘শ্রমিক আন্দোলন’ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশন-এর অন্যতম সম্পাদক ছিলেন কমরেড গোপীনাথ দে। বর্তমানে কোল ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন সংগঠিত করার কাজে যুক্ত ছিলেন।
Be the first to comment