গোমাতা পুজো করে বাড়ি থেকে বেরোলেন সাংসদ

Spread the love

বিশেষ প্রতিনিধি,

ছবি সৌজন্যে- (এএনআই)

কর্ণাটক ভোটের দিন সকালে বাড়ি থেকে বেরনোর আগে গোমাতার পুজো করলেন বিজেপি সাংসদ৷ কর্নাটকের বেলারির সাংসদ বি শ্রীরামালু এবার বিধানসভা ভোটেও প্রার্থীও৷ কর্ণাটকের বদামি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর এমন কাণ্ড-কারখানার ছবি সামনে আসতেই হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে৷ বিজেপি বিষয়টিকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখাতে চাইলেও মানতে নারাজ বিরোধীরা৷ তাঁরা এ নিয়ে কটাক্ষ শুরু করেছেন৷

প্রসঙ্গত, ভোটের প্রচারের শেষমুহূর্তে তাঁর একটি ভিডিও ছড়িয়ে দেয় কংগ্রেস৷ যেখানে তাঁর বিরুদ্ধে খনি কেলেঙ্কারিতে জড়িতদের সঙ্গে দেখা গিয়েছে৷ এর পর কংগ্রেসের তরফে শ্রীরামালুর মনোনয়ন বাতিল করার দাবি জানানো হয় নির্বাচন কমিশনের কাছে৷ সেই দাবি অবশ্য কমিশন নাকচ করে দিয়েছে৷ বিজেপির বি শ্রীরামালু যে বেলারি কেন্দ্রের সাংসদ বদামি বিধানসভা কেন্দ্র ওই এলাকার মধ্যে পড়ছে৷ বদামিতে এবার কংগ্রেসের হয়ে লড়ছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ ফলে হেভিওয়েট প্রার্থীকে হারাতে বদ্ধপরিকর বি শ্রীরামালু৷

তবুও চাপে আছেন তিনি৷ ওই ভিডিও ভোটে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে তিনি আশঙ্কায়৷ বিরোধীদের কটাক্ষ, সেই কারণেই তিনি সকাল সকাল গোমাতার পুজো করেছেন৷ যদিও বিজেপির দাবি, তিনি রোজ দিন শুরু করেন গোমাতার পুজো করে৷ এ নিয়ে অন্য কারণ খোঁজা অর্থহীন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*