বাংলা টেলি জগতের প্রবাদপ্রতিম শিল্পী গৌতম দে প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই অভিনেতা। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। আজ দুপুর দেড়টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিওতে তাঁর মরদেহ নিয়ে আসা হবে।
বাংলা সিরিয়ালেন জনপ্রিয় মুখ গৌতমবাবু তাঁর অভিনয় জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। ১৯৮০ সালে প্রথম থিয়েটারের মঞ্চে পা রাখেন। তাঁর অভিনীত প্রথম বাংলা নাটক ‘শ্রীমতী ভয়ঙ্করী’ বেশ সাড়া ফেলে থিয়েটারের জগতে।
‘সাবাস পেটোপাঁচু’, ‘দম্পতি’, ‘বৈশাখী ঝড়’-সহ তাঁর অভিনীত একাধিক নাটক রঙ্গনা, বিশ্বরূপা, রংমহল, বিজন থিয়েটারের মঞ্চ আলো করেছে। শুধু থিয়েটার নয়, পরবর্তীকালে অনেক বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও। ইন্দোর সেনের একটি ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম বাংলা টেলি জগতে হাতেখড়ি। মীনাক্ষী গোস্বামীর ‘কলকাতার কাছে’ তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।
একসময় টেলিভিশন কাঁপানো অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘জন্মভূমি’তে তাঁর অভিনয় মন কাড়ে সকলেরই। থিয়েটারের মঞ্চ থেকে গৌতমবাবুর পরিচিতি ছড়িয়ে পড়ে সন্ধের বৈঠকখানায়। ‘এ কোন সকাল’, ‘তিথির অতিথি’, ‘ধ্যাৎ তেরিকা’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’-সহ আরও অনেক সিরিয়ালের চেনা মুখ তিনি। সম্প্রতি দু’টি জনপ্রিয় টেলি সিরিয়াল— ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’-তেও তাঁকে দেখা গিয়েছে।
এদিকে অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment