‘সরকারই অপরাধীদের আড়াল করছে’ বছরের শেষ দিনে বললেন আরজি করের নির্যাতিতার বাবা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বছরের শেষ দিন মঙ্গলবার রাত দখলের ডাক দিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। যদিও মেট্রো চ্যানেলে রাত ন’টা পর্যন্ত চলেছে তাদের অবস্থান আন্দোলন। সেই অবস্থানে যোগ দেন আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা-বাবা। সেখান থেকে নতুন বছরে রাজ্যবাসীকে আন্দোলন জারি রাখার আহ্বান জানান তাঁরা। তাঁদের সামনেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ন্যায় বিচারের জন্য একটি শপথ বাক্য পাঠ করা হয়।

তবে এই আন্দোলন করতে গেলে সরকারের বিরোধিতা করতে হবে, সে কথাও স্পষ্ট করে দেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “বিচারের জন্য আন্দোলনে আমাদের থাকতে হবে। সেই কারণে আমাদের সরকারের বিরোধিতা করতে হবে। কারণ, এই সরকারই অপরাধীদের আড়াল করছে। এই আন্দোলনকে থামানোর জন্য তদন্তকারী সংস্থার সঙ্গেও বোঝাপড়া হয়েছে।”
এদিন সিনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হয়ে নির্যাতিতার মা বলেন, “মেয়ে আমার কাছে পৃথিবী ছিল। ২০২৪ সালটা আমার পৃথিবীকে কেড়ে নিয়েছে। নতুন বছরের শুরু, নতুন সূর্য উঠবে। এদিন সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে আর এ ঘটনা কোনও বাবা-মাকে দেখতে না হয়। তবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই আন্দোলনের প্রতিও। আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তাতেও আন্দোলন চলবে।”
এই বিষয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, “সিবিআইয়ের ভূমিকা নিয়ে আমরা নিশ্চিত হতে পারছি না। রাজ্য সরকারের কাছ থেকে কোনও সদুত্তর পেলাম না। ফলে আন্দোলন আরও বৃহত্তর হবে। দরকারে আমরা দিল্লি যাব। এর পাশাপাশি শুধু কলকাতা শহরে নয়, বিভিন্ন জেলাতে এই আন্দোলনের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*