রামনবমী মিছিলের অনুমতি দেওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিগত বছর থেকে শিক্ষা নিয়ে রামনবমী মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। ধারাবাহিকভাবে প্রতি বছর যাঁরা মিছিল করেন, তাঁদের ছাড়া নতুন করে কোনও সংগঠনকে মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ডিজি রাজীব কুমারও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই রামনবমীর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের কাজে গতি আনতেও ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই প্রকল্পের জন্য চালু হওয়া ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর যাচাই দ্রুত শেষ করতেও বলা হয়েছে। বর্তমানে ছয় শতাংশ বাংলার বাড়ি প্রাপকের ওই তথ্য যাচাই বাকি রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*