২১ এপ্রিলের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে সরকার, ৩ ঘন্টার বৈঠকের পর জানালেন চাকরিহারারা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রায় তিনঘণ্টা পর শেষ হল চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক। উপস্থিত ছিলেন এসএসসি-র চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার আধিকারিকেরা। চাকরিহারাদের ১২ জনের প্রতিনিধিদল এদিন উপস্থিত ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের একজন প্রতিনিধি জানান, এসএসসি আশ্বাস দিয়েছে ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে। এর জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। বেতন দেওয়া হবে কি না সেই বিষয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।
বিকাশ ভবনে শুরু হয়েছিল শুক্রবারের বৈঠক। সেখান থেকে বেরিয়ে চাকরিহারাদের প্রতিনিধি জানান, বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে মূলত দু’টি বিষয় তাঁরা তুলে ধরেছেন। এক, যোগ্য-অযোগ্যদের নামের তালিকা এবং ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা। এবং দুই, আইনি প্রক্রিয়াগুলি নিয়ে আলোচনা।
চাকরিহারাদের প্রতিনিধিরা বলেন, “শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে।” প্রতিনিধিরা আরও জানিয়েছেন, শুধুমাত্র সিবিআইয়ের কাছেই ওএমআর শিটের মিরর ইমেজ রয়েছে।
চাকরিহারারা আরও জানান, শিক্ষামন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হলেও এখনই স্বস্তি পাচ্ছেন না তাঁরা। যত ক্ষণ পর্যন্ত তাঁদের দাবি আদায় না-হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*