মঙ্গলবার ডিজিকে তলব করলেন রাজ্যপাল

Spread the love

ব্যারাকপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজ্য পুলিশের DG বীরেন্দ্রকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর ৷ মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে পৌঁছন DG বীরেন্দ্র ৷ উল্লেখ্য, ৩১ অগাস্ট শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি-এর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি ৷ সার্কাস মোড়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ এদিকে স্থানীয় বিধায়ক তথা এলাকার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবনকে পুলিশ আটক করতে গেলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি ৷ জখম হন একাধিক পুলিশ ও বিজেপি কর্মী ৷ মাথা ফেটে যায় অর্জুন সিংয়ের ৷ অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে তাঁর মাথা ফাটে ৷ এরপর থেকেই একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেছে কাঁকিনাড়া, ভাটপাড়া ও শ্যামনগরে ৷ সোমবারই অর্জুন সিংকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল ৷ হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ আর মঙ্গলবার এবিষয়ে কথা বলতে DG বীরেন্দ্রকে ডেকে পাঠান ৷ রাজ্যে অশান্তি বেড়ে চলার কারণ জানতে চান ৷

যদিও অর্জুন সিংকে দেখতে যাওয়া ও DG বীরেন্দ্রকে ডেকে পাঠানোর বিষয়টিকে ভালো ভাবে দেখছে না তৃণমূল ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন সাংসদ সৌগত রায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*