রাজভবন থেকে সকালে রওনা হয়ে সোজা বর্ধমানে চলে এলেন সস্ত্রীক রাজ্যপাল। ৪ জানুয়ারি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নবাবহাটে ১০৮ শিব মন্দিরেও পুজো দেন রাজ্যপাল। ১০৮ শিব মন্দির থেকে বেরিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় জানান, আমি প্রার্থনা করেছি, ২০২১ সাল পশ্চিমবাংলার মানুষের শান্তি, সুখের বছর হোক। হিংসা দূরে থাক। বাংলায় হিংসার কোন স্থান না থাকে। ভারতের একতার উপর বিশ্বাস রাখি। এরপর সার্টিক হাউসে সাংবাদিক সম্মেলনও করে রাজ্যপাল। পর্যটন ক্ষেত্রে ইতিহাস প্রসিদ্ধ বর্ধমানকে আরও প্রচারের আলোয় আনতে আলোচনা করেন রাজ্যপাল। পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে খোঁজখবর নেন।
Be the first to comment