উত্তরবঙ্গ সফরে গিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি সাংসদ নীশিথ প্রামাণিকের সঙ্গে আলোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
মঙ্গলবার দার্জিলিং রাজভবনে কোচবিহারের সাংসদের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যপাল টুইটারে রাজ্যের নির্বাজিত জনপ্রতিনিধিদের ভোট পরবর্তী হিংসা থামাতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন।
রাজ্য সরকারের আবেদন খারিজ করে সোমবার কলকাতা হাই কোর্ট ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে ৭ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে। এ প্রসঙ্গে রাজ্যপাল মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘কলকাতা হাই কোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তদন্ত করবে।’
Be the first to comment