
রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যবাসীকে রাম নবমীর শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন। পাশাপাশি রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানালেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় অবৈধ অস্ত্রের কোনও স্থান নেই।
রবিবার দুপুরে সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দিরে পূজো দিতে যান রাজ্যপাল। এদিন বিকালে ইকো পার্কের রাম মন্দিরে পুজোও দিতে যাবেন তিনি। রাজ্যপাল বলেন, “রামনবমীর এই শুভদিনে সমস্ত ভাই-বোনকে শুভেচ্ছা জানাই। গান্ধিজির মতো ভগবান রামের কাছে আমি প্রার্থনা করেছি- ঈশ্বর আল্লা তেরে নাম সাবকো সন্মতি দে ভগবান।”
রাম নবমীতে অস্ত্র মিছিল করার বিষয়ে রাজ্যপাল বলেন, “আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বাস করি। এখানে আইনের ভূমিকাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেশবাসীকে আইন মেনে চলতে হবে। ভারতের মতো গণতান্ত্রিক দেশে অবৈধ অস্ত্র অনুমোদনযোগ্য নয়।”
রামনবমীতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্য রাজ্য সরকারের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “রাজভবন আইনশৃঙ্খলা রক্ষাকারী সমস্ত এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার খবরও পাওয়া যায়নি। সংবাদমাধ্যম-সহ রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে সরকার প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে যাতে রামনবমী শান্তিপূর্ণভাবে উদযাপিত হতে পারে।”
অন্যদিকে, ওয়াকফ বিল নিয়ে রাজ্যপাল বলেন, “শান্তি এবং সম্প্রীতি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের উন্নয়ন এবং সুবিধার্থে সরকার যদি কোনও বিল পাশ করিয়ে থাকে তা করা হয়েছে শান্তি ও সম্প্রীতির জন্যই। আমি বিশ্বাস করি, ভগবান রাম এই দেশে অবশ্যই শান্তি বজায় রাখবেন।”
Be the first to comment