‘শান্তিপূর্ণ প্রতিবাদে দমন নয়’, নবান্ন অভিযানের আগেই সরকার ও পুলিশকে কড়া বার্তা রাজ্যপালের

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উদ্যোগে নবান্ন অভিযান। আর তার আগেই রাজ্য সরকার ও রাজ্যের পুলিশকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ওই কর্মসূচিকে সোমবার ‘পশ্চিমবঙ্গের পড়ুয়াদের শান্তিপূর্ণ প্রতিবাদ’ বলে চিহ্নিত করেছেন রাজ্যপাল। রাজভবন থেকে ৪০ সেকেন্ডের ভিডিয়ো-বার্তায় রাজ্যপালের অভিযোগ, “পড়ুয়ারা নবান্ন অভিযান কর্মসূচি ঘোষণার পরেই রাজ্য সরকার দমনের পথ নিয়েছে বলে খবর এসেছে। সরকারের বিভিন্ন নির্দেশ তারই ইঙ্গিতবাহী।” এর পরেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের উল্লেখ করে তাঁর মন্তব্য, ‘‘আমি বলতে চাই শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন করতে পশ্চিমবঙ্গে যেন সরকারি ক্ষমতার অপব্যবহার করা না হয়। মনে রাখবেন, গণতন্ত্র মানে নীরব সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠতাকে নীরব করে দেওয়া নয়।’’
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার হতে চলেছে ‘নবান্ন অভিযান’। নির্দিষ্টভাবে কোনও রাজনৈতিক দল এর ডাক দেয়নি, ডাক দিয়েছে ছাত্র সমাজ। যদিও পুলিশের তরফে এই অভিযানের কোনও অনুমতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, দেশের উচ্চ আদালত আরজি কর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট বলেছিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে কোনওভাবেই আটকানো যাবে না বা প্রতিবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। আদালত মনে করিয়ে দেয়, প্রয়োজনে রাজ্য সরকার অবশ্যই আইনি পদক্ষেপ করতে পারবে। তবে যতক্ষণ তার প্রয়োজন না পড়ছে, যতক্ষণ প্রতিবাদ শান্তিপূর্ণ, ততক্ষণ কোনও বাধা দেওয়া যাবে না। সোমবার এক ভিডিও বার্তায় এই কথাই নবান্নকে আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যপাল বোস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*