সব চলচ্চিত্র উৎসবের মধ্যে Kiff ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ : রাজ্যপাল

Spread the love

সব চলচ্চিত্র উৎসবের মধ্যে Kiff হল ‘রয়্যাল বেঙ্গল টাইগার’- ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এইভাবে প্রশংসা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানের প্রথম বক্তা ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল৷ মমতাকে উল্লেখ করেন কাব্যিক ও শৈল্পিক বলে৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে সিভি আনন্দ বোস বলেন, জঙ্গলে যেমন সেরাদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে এই কলকাতা চলচ্চিত্র উৎসব সেরা। চলচ্চিত্র উৎসবের রয়্যাল বেঙ্গল টাইগার।

এদিন রাজ্যপালের ভাষণে উঠে আসে বাংলার চলচ্চিত্রের ইতিহাস। এই সঙ্গে উপস্থিত অতিথি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চনের অবদানের কথাও উল্লেখ করেন সিভি আনন্দ বোস। বলেন, এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। কমন ম্যানরা সকলে স্টার। স্টাররা আসবে, যাবে, কিন্তু সাধারণ মানুষ থাকবে।’’ এমনকী কিং খানের ছবির ডায়লগও বলেন রাজ্যপাল। বলেন, ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যা পাওয়ার অফ কমন ম্যান৷’’ দায়িত্ব নেওয়ার পর প্রথম Kiff-এর মঞ্চে এসেই মন জয় করলেন আনন্দ বোস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*