দেশকে পথ দেখাবে বাংলাই! প্রথম ভাষণে রাজ্যের প্রশংসায় রাজ্যপাল

Spread the love

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বাংলার ভূয়সী প্রশংসা করলেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে বোস জানালেন, বাংলা দেশকে পথ দেখাবে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে বাংলার ইতিহাস নিয়ে চর্চা করেন তিনি। মনে করিয়ে দেন বিভিন্ন ক্ষেত্রে বাংলার অবদানের কথা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ বোস বলেন, “বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।” একইসঙ্গে তিনি বলেন, তরুন প্রজন্মের হাত ধরে বাংলা আরও উন্নতি ও গৌরবের শিখরে পৌঁছে যাবে। করোনাকালে স্বাস্থ্যকর্মীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

এদিন রাজ্যপালের ভাষণে উঠে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ইতিহাসও। তিনি জানান, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নবজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান রাজ্যপাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*