তপন মল্লিক চৌধুরী
এবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’সহ ছয়টি পুরস্কার জিতেছেন গায়ক ব্রুনো মার্স। এরপর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন কেনড্রিক ল্যামার। জনপ্রিয় পপ গান ‘শেপ অব ইউ’র জন্য পুরস্কার পেয়েছেন এড শির্যান। ‘ডিভাইড’ অ্যালবামের জন্যও পুরস্কার জিতেছেন এই গায়ক। বিজয়ীদের তালিকায় খুঁজে পাওয়া যায়নি প্রথম সারির কোনো নারী শিল্পীকে। মেয়েদের মধ্যে শুধু অ্যালিসিয়া কারা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়ে নারী কূলের মান রেখেছেন। লেডি গাগা, সিজা, কেশার মতো গায়িকারাও বাড়ি ফিরেছেন শূন্য হাতে। সব মিলিয়ে এবার ৮৬টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে মহিলা আছেন মাত্র ১৭ জন।
গ্র্যামি পুরস্কার পেয়েছেন যাঁরা
৬০তম গ্র্যামি অ্যাওয়ার্ড
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স
রেকর্ড অব দ্য ইয়ার: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স
সং অব দ্য ইয়ার: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স
বেস্ট কান্ট্রি অ্যালবাম: ‘ফ্রম এ রুম’, কেনড্রিক ল্যামার
বেস্ট র্যাপ অ্যালবাম: ‘ডিএএমঅ্যান’, কেনড্রিক ল্যামার
বেস্ট পপ সলো পারফরমেন্স: ‘শেপ অব ইউ’, এড শির্যান
নিউ আর্টিস্ট: অ্যালেসিয়া কারা
র্যাপ/সাং পারফরমেন্স: ‘লয়েলিটি’ কেনড্রিক ল্যামার ফিচারিং রিয়ান্না
বেস্ট কমেডি অ্যালবাম: ‘দ্য এজ অব স্পিন’ ও ‘ডিপ ইন দ্য হার্ট অব টেক্সাস’, ডেভ চ্যাপেল
ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘টনি বেনেট সেলিব্রেটস নাইন্টি’, বিভিন্ন শিল্পী
বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরমেন্স: ‘ফিল ইট স্টিল’, পর্তুগাল. দ্য ম্যান
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘ডিভাইড’, এড শির্যান
বেস্ট রক অ্যালবাম: ‘এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং’, দ্য ওয়ার অন ড্রাগস
বেস্ট র্যাপ সং: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার
বেস্ট র্যাপ পারফরমেন্স: কেনড্রিক ল্যামার
বেস্ট আরবান কনটেম্পোরারি অ্যালবাম: ‘স্টারবয়’, দ্য উইকেন্ড
বেস্ট আর অ্যান্ড বি অ্যালবাম: ‘টোয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স
বেস্ট আর অ্যান্ড বি পারফরমেন্স: ব্রুনো মার্স
বেস্ট আর অ্যান্ড বি সং: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্সবেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ‘থ্রি-ডি দ্য ক্যাটালগ’
বেস্ট জাজ ভোকাল অ্যালবাম: ‘ড্রিমস অ্যান্ড ড্যাগারস’, সেসিলি ম্যাকলরেন স্যালভেন্ট
বেস্ট জাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: ‘রিবার্থ’ বিলি চাইল্ডস
বেস্ট সাউন্ডট্রেক ফর ভিজ্যুয়াল মিডিয়া: ‘লা লা ল্যান্ড’
বেস্ট মিউজিক ভিডিও: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামা’
Be the first to comment