উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত, কলাবিভাগে পাশ করে রেকর্ড গড়লেন জলপাইগুড়ির ছাত্র

Spread the love

উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে সবাইকে চমক দিয়েছেন জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ কলাবিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন গ্রন্থন ৷ পাঁচ বছর পরে উচ্চমাধ্যমিকের ফলাফলে এমন ঘটনা ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম হলেন তিনি। জানা গিয়েছে, গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷

বুধবার মাধ্যমিকের ফলাফলের পর শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল । এদিন সকাল দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারেন ছাত্র-ছাত্রীরা।

জানা গিয়েছে গ্রন্থন মাধ্যমিকে পেয়েছিলেন তিরানব্বই শতাংশ নম্বর। তখন সকলেই সায়েন্স নিয়ে পড়ার কথা বললেও আর্টস নিয়েই পড়াশুনা শুরু করেন গ্রন্থন। আর শুক্রবার সবটাই বাস্তবে সফল করলেন তিনি। হলেন রাজ্যসেরা। ইদানিংকালে এমন নজির বিরল। এদিন জলপাইগুড়ির এই কৃতী ছাত্র জানান, আর্টসে নম্বর ওঠে না, এটা আমাদের ভ্রান্ত ধারণা। ছোটদের বলব, তোমরা ঠিক কর কী করতে চাও। তোমরা ভাল করে পড়াশোনা করলে যেকোনও বিভাগেই ভাল নম্বর তোলা সম্ভব। বইমুখে সারাদিন নয়। ফুটবল, নাটক আর গান তাঁর অবসরের সঙ্গী। জানা গিয়েছে, ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করতে চান গ্রন্থন।

 

উচ্চমাধ্যমিকে গ্রন্থনের প্রাপ্ত নম্বরের দিকে একবার নজর রাখা যাক-

ইতিহাস- ৯৮, ভূগোল- ১০০, দর্শন-১০০, বাংলা- ৯৯, ইংরেজি- ৯০, কম্পিউটার অ্যাপ্লিকেশন- ৯৯। 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*