রোজদিন ডেস্ক, কলকাতা:- যানজট এড়িয়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া এখন একেবারেই হাতের মুঠোয়। যার প্রধান বাহক হলো কলকাতা মেট্রো। এবার চলতি মাসেই নাকি জুড়ে যাবে শিয়ালদা ও এসপ্ল্যানেড মেট্রো। কবে, তারিখ জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।এদিকে এই আবেদন গৃহীত হলেই শিয়ালদা-এসপ্ল্যানেড অবধি বাণিজ্যিক পরিষেবা শুরু হবে।
২০২৪ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল যে নতুন বছরের জানুয়ারি মাসেই ট্রায়াল রান শুরু হতে পারে শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে। গত মাসেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখায় ট্রলি পরিদর্শন করেন। বেশ কয়েকটি অবনমনের ঘটনার পরে এই অংশের কাজ অনেকটা শেষের দিকে বলে খবর। সম্পূর্ণরূপে চালু হলে ইস্ট-ওয়েস্ট করিডর, যা গ্রিন লাইন নামেও পরিচিত, হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-এর সংযোগ স্থাপন করবে। বর্তমানে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে এবং শিয়ালদহ-সেক্টর ৫ রুটে মেট্রো চলছে। এখন সকলেই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো কবে ছুটবে সেটার জন্য।
Be the first to comment