খুশির ঈদে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী ও রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চাঁদ দেখা গিয়েছে রবিবার সন্ধ্যায়। তাই দেশজুড়ে খুশির ঈদ পালন হবে আগামিকাল সোমবার। এই আবহে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
তাঁর পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।


ঈদের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ঈদ-উল-ফিতরের মাধ্যমে রমজান মাসের উপবাস শেষ হবে। এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সহানুভূতির বোধ জাগিয়ে তোলে। এই উৎসব মানুষের মধ্যে সামাজিক বন্ধন গড়ে তোলে। সম্প্রীতির এই আবহ আমাদের এক শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে উদ্দীপ্ত করে।”


দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং সৌহার্দ্যের অনুভূতি আরও গভীর করুক। আপনার সমস্ত প্রচেষ্টায় আনন্দ ও সাফল্য আসুক।’


লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেলে, ‘ইদ মোবারক! এই আনন্দময় উৎসব আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।’


রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি উর্দু ও বাংলা দুই ভাষাতেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে বাংলার প্রশাসনিক প্রধান লিখেছেন, “ঈদ মোবারক, ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*