অবশেষে রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হলো শনিবার। চূড়ান্ত মেধা তালিকায় নাম রয়েছে ৫৪০০ জনের।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ মে গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা নেয় রাজ্য সরকার। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লক্ষ ৮৭ হাজার। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ৪৪৯।
এরপর ১৬ অক্টোবর, ২০১৭ থেকে শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয় ২৬ এপ্রিল ২০১৮। তারপরেই কয়েকজন পরীক্ষার্থী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) মামলা করেন। তাঁদের দাবি ছিল নিয়ম মেনে গ্রুপ ডি পরীক্ষায় এক্সেমটেড ক্যাটেগরির আওতায় ১৮০০ জনকে নেওয়ার কথা। কিন্তু সেখানে আসন রয়েছে মাত্র ৫১৩। এই পরিপ্রেক্ষিতে গ্রুপ ডি বোর্ড জানিয়ে দেয় নিয়ম মেনেই এই ক্যাটেগরির আওতায় ৫১৩ টি আসন রাখা হয়েছে।
এই ব্যাপারেই শুনানির দিন ছিল বৃহস্পতিবার। উভয় পক্ষের কথা শুনে স্যাট জানিয়ে দেয়, যেহেতু মামলাকারীরা লিখিত পরীক্ষায় ফেল করেছেন, তাই এই মামলার কোনও মানেই হয় না। এই মামলা খারিজ করে দেয় স্যাট। তারপরেই শনিবার রাজ্য সরকারের তরফে ৫৪০০ জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
সূত্রের খবর, বাকি ৬০০ জনের ক্ষেত্রে ভেরিফিকেশন সংক্রান্ত কোনও সমস্যা আছে বলে সেই তালিকা প্রকাশ হয়নি। সব মিটে গেলেই পরে বাকি ৬০০ জনেরও তালিকা প্রকাশ করা হবে।
Be the first to comment