বৃহস্পতিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে GSLV-F08 রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। জানা গিয়েছে, এই রকেটটিতে রয়েছে GSAT6A নামে একটি স্যাটেলাইট। এদিন বিকেল ৪টে ৫৬ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। জানা গিয়েছে, রকেটটির দৈর্ঘ্য ৪৯.১ মিটার, ওজন ৪১৫.৬ টন। চলতি বছরের অক্টোবর মাসে চন্দ্রযান মিশন। সেই মিশনকে সফল করার পথে এবার বেশ কয়েকধাপ এগোল ভারত।
তবে ইসরো সূত্রে খবর, এই স্যাটেলাইটটি প্রতিরক্ষার উন্নতির ক্ষেত্রে সাহায্য করবে। এই স্যাটেলাইটটি সাধারণ স্যাটেলাইটের থেকে প্রায় তিনগুণ বড়। এছাড়াও, ৬ মিটার লম্বা একটি অ্যান্টেনা রয়েছে স্যাটেলাইটটিতে। GSLV-F08 রকেটের সফল উৎক্ষেপণে খুশির হাওয়া শ্রীহরিকোটা স্পেস স্টেশনে। সেখানকার কর্মীরা আনন্দে মেতে ওঠেন।
পাশাপাশি এদিন উপগ্রহের সফল উৎক্ষেপণের পর ISRO-এর ইঞ্জিনিয়র ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, স্বদেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিন সহ GSLV-F08-এর সফল উৎক্ষেপণে ইসরো সহ সকল সত্ত্বাধিকারীদের অভিনন্দন।
Be the first to comment