জিএসটি কী? নিজেই জানেন না বিজেপির মন্ত্রী

Spread the love

‘আমি জিএসটি সম্বন্ধে কোনও মন্তব্য করবনা, কারন এ বিষয়ে আমি কিছুই বুঝিনা। বড় বড় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ীরা জিএসটি বুঝতে পারছেন না তো আমি সাধারণ মানুষ কী বুঝব?’ এমনই সরল স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ ধুরভের। প্রসঙ্গত, নোটবাতিলের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক জনসভায় গিয়েছিলেন বিজেপির মন্ত্রী। সেখানে বক্তৃতা চলাকালীন চলে আসে জিএসটি প্রসঙ্গ। ধুরভে জানান, জিএসটির কোনো কিছুই মাথায় ঢোকেনি তাঁর। বড় বড় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ীরাও জিএসটির একবর্ণও বুঝতে পারেননি বলে মত কেন্দ্রের শাসক দলের এই মন্ত্রীর। পাশাপাশি ধুরভে বলেন আস্তে আস্তে মানুষ বুঝে যাবেন জিএসটি কী, তখন সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তাঁরা।  কেন্দ্রের জিএসটি ও নোট বাতিল নিয়ে যখন বিরোধীরা প্রতিবাদের ঝড় তুলেছেন ঠিক তখনই বিজেপি নেতার এমন মন্তব্য যে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল, সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*