জিএসটি নিয়ে চরম অব্যবস্থার মুখে পড়ে সুর নরম করল কেন্দ্র। একধাক্কায় কমল ১৭৭টি পণ্যের ওপর জিএসটির হার । ২৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ১৮ শতাংশতে। নতুন তালিকায় শুধুমাত্র ৫০ টি পণ্যের জন্যই এবার দিতে হবে ২৮ শতাংশ জিএসটি। এর মধ্যে চ্যুইং গাম থেকে ডিটারজেন্টের মতো বহু সর্বসাধারণের কাজে লাগা পণ্য রয়েছে। বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী এই ঘোষণা করে জানিয়েছেন, মোট ১৭৭টি পণ্যের ওপর জিএসটি কমে গেল। এদিনের সিদ্ধান্ত কার্যকর হলে জিএসটিতে ২৮ শতাংশ করের তালিকায় অবশিষ্ট থাকবে মাত্র ৫০টি পণ্য। শুক্রবার বৈঠক শেষে একথা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের সদস্য সুশীল মোদী। দু’দিনের বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, টুথপেস্ট, সুগন্ধী সাবান, কাপড় কাচার সাবান, সেভিং ক্রিম, আফ্টারশেভ লোশন, চকোলেট-সহ নিত্য প্রয়োজনীয় ১৭৭টি জিনিসের ওপর থেকে জিএসটির হার কমবে। পাশাপাশি, কমেছে খানা পিনার খরচও। এবার থেকে এসি ও নন এসি রেস্তোরাঁয় খেতে গেলে দিতে হবে ১২ শতাংশ হারে জিএসটি। আগে এসি রেস্তোরাঁয় জিএসটি ধার্য করা হয়েছিল ১৮ শাতাংশ হারে। তবে, ৭,৫০০ টাকা ভাড়ার ঘর রয়েছে এমন হোটেলের সঙ্গে রেস্তোরাঁ থাকলে সেখানে ১৮ শতাংশ হারেই ধার্য হবে জিএসটি। বাড়ি তৈরির মার্বেল-সহ অন্যান্য সামগ্রীতেও কমানো হয়েছে জিএসটির হার। আগে নির্মাণ সামগ্রীর ওপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য করা হয়েছিল।জিএসটি কাউন্সিলের এদিনের সিদ্ধান্তে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার রাজস্বের ওপর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।
শুক্রবার, গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের ২ দিনের বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সরব হয়েছেন বিরোধীরা। এদিন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রের জিএসটি কে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষের পাশাপাশি কিছু পরামর্শও দেন। রাহুল বলেন, জিএসটির মৌলিক ত্রুটি গুলি প্রথমেই সংশোধণ করতে হবে। দেশবাসীদের প্রতি আন্তরিক হয়ে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহল গান্ধী বলেন নিজের অযোগ্যতা স্বীকার করুন। দাম্ভিকতা কমিয়ে দেশবাসীদের দিকে নজর দিন।
Be the first to comment