৩৩টি জিনিসের উপর থেকে জিএসটি কমিয়ে দিলো কেন্দ্র

Spread the love

লোকসভা ভোটের আগে মধ্যবিত্তদের খুশি করতে ৩৩টি জিনিসে থেকে ১৮% জিএসটি কমিয়ে দিল কেন্দ্র। সেগুলিতে ছাড় কমে দাঁড়িয়েছে ১২% থেকে ৫%। ৭টি জিনিসকে ২৮% জিএসটি থেকে কমিয়ে আনা হয়েছে ১৮% স্তরে।

যেসব জিনিসে দাম কমছে সেগুলি হল, ৩২ ইঞ্চি এলইডি টিভি, সিনেমার টিকিট এবং ভিডিও গেমস। দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর জিএসটির হার কমানোর ঘোষণা করেন পুদুচেরির মুখ্যমন্ত্রী সি এম নারায়ণস্বামী। তিনি বলেন, কংগ্রেসের দাবি ছিল বিলাসদ্রব্য ছাড়া অন্য সব জিনিসের ওপর মূল্যযুক্ত করের হার ১৮% করা হোক। ৩৪টি জিনিস বাদ দিয়ে বাকি সব জিনিসই ১৮% বা তার নীচে নেমে আসছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, ৯৯% জিনিসই ১৮% জিএসটির নীচের স্তরে আনা হবে। সবমিলিয়ে ১২০০টি জিনিস ও পরিষেবা চারটি করের স্তরে ভাগ করা হয়েছে। ৫%, ১২%, ১৮% ও ২৮%। ২৮% জিএসটির আওতায় এখন রইল ২৮টি জিনিস। কম্পিউটার মনিটর, টেলিভিশন স্ক্রিন, টায়ার, লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ককে ২৮ থেকে ১৮% করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধীদের জিনিসপত্রের জিএসটি কমিয়ে করা হয়েছে ৫%। নির্মাণ শিল্পের মূল্যযুক্ত কর নিয়ে পরের বৈঠকে আলোচনা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*