কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মতে, জিএসটি চালু হওয়ার পর প্রথম বছর গোটা বিশ্বের কাছে করদাতাদের সরকারের সঙ্গে সহযোগিতার একটা দৃষ্টান্ত। তাই ১ জুলাই জিএসটি দিবস হিসেবে পালন করবে সরকার। ৩০ জুন মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানে জিএসটি চালু হয়েছিল। রেল, কয়লা, অর্থ ও কোম্পানি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রীরা প্রথমবার্ষিকীর অনুষ্ঠানে হাজির থাকবেন। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী পীযূষ গোয়াল। এক বিবৃতিতে অর্থমন্ত্রক বলেছে, জিএসটি এক দেশ, এক কর নীতি সম্ভব করেছে। তাছাড়া, ই ওয়ে বিল ঐতিহাসিক পরিবর্তন এনেছে। আন্তঃরাজ্য ই ওয়ে বিল চালু হয়েছে ১ এপ্রিল থেকে। জিএসটি দেশের কাছে একটা চ্যালেঞ্জ।
Be the first to comment