জলপথে নাশকতার ছক, নিরাপত্তা জোরদার করা হল গুজরাতে

Spread the love

গুজরাতের কছ এলাকায় পাকিস্তানি কমান্ডোরা ছোট নৌকায় অনুপ্রবেশ করতে পারে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই গুজরাতের কান্দলা বন্দরে নিরাপত্তা জোরদার করেছে ভারত। নিরাপত্তারক্ষীদের টহলদারিও বাড়ানো হয়েছে সেই এলাকায়। পাকিস্তানের কমান্ডোরা জলপথে ভারতে ঢুকে গুজরাতে নাশকতামূলক কাজ করতে পারে বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা। সেই ছক রুখতেই স্থানীয় পুলিশ, BSF ও উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের মেন্দহারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের গুলমার্গেও পাকিস্তানি সেনার মদতে জঙ্গি অনুপ্রবেশের খবর এসেছে গোয়েন্দা সূত্রে। এরপর থেকেই সেই এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেনা সূত্রে জানানো হয় গুলমার্গের উস্তাদ ও গুলাব পোস্টগুলির কাছে ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের গতিবিধি লক্ষ্য করা গেছে। সেনার তরফে অনুপ্রবেশকারীদের মোকাবিলা করা হয়েছে বলে জানা গেছে। দুজনকে আটকও করেছে সেনা। তাদের নাম খালিদ ও নাজিম। তাদের কাছ থেকে অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণের বই বাজেয়াপ্ত করা হয়েছে। ফের অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে মনে করছে সেনা। এর জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারত-পাকিস্তানের উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার দাবি জানালো পাকিস্তান। পাকিস্তান সেনার তরফে মেজর আসিফ গফুর টুইট করে দাবি করেন, ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিজাইল গজনভির সফল পরীক্ষা করেছে পাকিস্তান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*