রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগ করানো নেই৷ তাই রেশন সামগ্রী পেলেন না এক মহিলা ৷ শেষ পর্যন্ত না খেতে পেয়ে মারাই গেলেন মহিলা। উত্তরপ্রদেশ তথা যোগী আদিত্যনাথের রাজ্যের বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। জানা গিয়েছে, বরেলির বাসিন্দা সাকিনা আসফাক গত পাঁচ দিন ধরে অভুক্ত ছিলেন৷ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে গত মঙ্গলবার মারা যান তিনি৷
জানা গিয়েছে, স্ত্রী অসুস্থ থাকায় রেশন দোকানে গিয়েছিলেন সাকিনা আসফাকের স্বামী। কিন্তু রেশন ডিলারের সাফ কথা, সরকারী নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিকে আঙুলের ছাপ দিতে হবে। তবেই মিলবে রেশন। অগত্যা বাধ্য হয়েই বাড়ি ফিরে আসেন মৃতার স্বামী। সাকিনার স্বামী মহম্মদ জানান, তাঁর স্ত্রীর প্যারালাইসিস ছিল৷ কোথাও নিয়ে যাওয়া যেত না৷ রেশন দোকানের মালিককে অনেক অনুরোধ করা সত্ত্বেও খাদ্য সামগ্রী দিতে অস্বীকার করেছে সে। ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মহকুমা শাসক। এই প্রথমবার নয়, এর আগেও সেপ্টেম্বর মাসে ঝাড়খন্ডে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযোগ না থাকায় না খেতে পেয়ে মারা যায় বছর ১১_এর এক মেয়ে। ঘটনার পিছনে কেন্দ্রীয় সরকারের নাছোড় মনোভাবকেই দায়ী করছেন বিরোধীরা।
Be the first to comment