রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত। শনিবার বিকেল নাগাদ এই ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। জুনাগড় সহ বেশ কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়।
ইনস্টিটিউট অফ সিজমোলজিকাল রিসার্চ (এসআর) গুজরাত, জানাচ্ছে বিকেল ৩ টে ৩৬ মিনিট নাগাদ সৌরাষ্ট্রের ম্যাঙ্গরোল থেকে ৪৪ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে।
মাটি থেকে ১৮.৯ কিমি গভীরে এই কম্পনের উৎসস্থল বলে চিহ্নিত করা গেছে। ভূমিকম্পের জেরে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি বা কোনও ব্যক্তির আহত বা নিহত হওয়ার খবর মেলেনি।
ভূমিকম্প হচ্ছে বুঝতে প্রথমে একটু সময় নিলেও পরে আতঙ্কিত হয়ে পড়েন কিছু মানুষ। করোনা আবহে ভূমিকম্পের ফলে ভয় পেয়ে যান কিছু মানুষ। অন্যদিকে, গত বছরেও একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাত। অক্টোবর মাসে শেষবার ভূমিকম্প হয়। যদিও তাতে বিশাল কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আগের সপ্তাহেই ভূমিকম্প হয় ইরানের মাটিতে। ইরানের উত্তর অংশে এই ভূমিকম্প হয়। ৫.১ রিখটার স্কেলের এই ভূমিকম্পে ইরান থেকে কিছু ক্ষয়ক্ষতির খবর আসে। জানা যায় কমপক্ষে ১ জনের মৃত্যু হয় ও ৭ জন আহত হয়েছিলেন। ।
Be the first to comment