গুজরাট যুদ্ধের প্রথম পর্ব

Spread the love

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। কিছুক্ষনের মধ্যেই শুরু হতে চলেছে শনিবারের মেগা যুদ্ধ। দামামা বেজে গেছে অনেক আগেই। তৈরী হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির গেমপ্ল্যান। তৈরী আছে ব্লু প্রিন্টও। যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন হেভিওয়েট নেতা, মন্ত্রীরা।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট। শেষ হবে বিকেল ৫টায়। ১৮২ টি বিধানসভা আসনের মধ্যে ৮৯ টি আসনে ভোটগ্রহণ হবে। সৌরাষ্ট্র ও দক্ষিন গুজরাট আসনের জন্য হবে ভোটাভুটি। বিশেষ বিশেষ আসনের মধ্যে নজর থাকবে রাজকোট, জুনাগড়, অমরেলি, মোরবি, কুচ ও সুরেন্দ্রনগরের দিকে। প্রথম দফার নির্বাচণে মোট ২১২ লক্ষ ভোটার ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। প্রথম দফায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ, মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ১ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২৪৭।

এছাড়াও গুজরাটের রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মধ্যে অনেকের নামেই ক্রিমিনাল রেকর্ড আছে। হিসাব বলছে বিজেপির ২২ জন, কংগ্রেসের দলে ৩১ জন, বিএসপির ১১ জন, এনসিপির ৪ জন, আপ দলের ২ জন প্রার্থীর নামে রেকর্ড রয়েছে। বিজেপির ৮৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের নামে ক্রিমিনাল অফেন্স রয়েছে।

এছাড়াও, মোট বুথের সংখ্যা ২৪ হাজার ৬৮৯ টি। ২৭ হাজার ১৫৮টি ইভিএমে ভোট দেবেন সাধারন মানুষ। মূলত ২০১২ সালে বিজেপি পেয়েছিল ৬৩টি, কংগ্রেস ২২টি ও অনান্যরা ৪টি আসন পেয়েছিল। এবার বিরোধী দলগুলি পাখির চোখ করেছে গুজরাটকে। যেকোনও ভাবেই শাসক দলকে বিপাকে ফেলতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দল। এরপর ১৪ ডিসেম্বর গুজরাটে দ্বিতীয় দফার ভোট। ফলপ্রকাশিত হবে ১৮ই ডিসেম্বর।

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট মডেল আর অন্যদিকে রাহুল, হার্দিকদের জিএসটি ও নোট বাতিল ইস্যু। কে, কাকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*