সেতু বিপর্যয়ের রেশ কাটল না! আজই গুজরাটের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা

Spread the love

গুজরাটে সেতু বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তারমধ্যেই আজ, বৃহস্পতিবারই ঘোষণা করা হবে গুজরাট বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আজ দুপুর ১২ টা নাগাদ গুজরাট বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা হবে। গুজরাটের বর্তমান বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি।

২৫ বছর ধরে গুজরাটে সরকার চালাচ্ছে বিজেপি। তবে মোরবিতে সেতু বিপর্যয়ে শত শত প্রাণ বলি যাওয়ার পর রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু।নিরাপত্তা ও গাফিলতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে গুজরাট সরকারের উপর। এমনকি এই নিয়ে জনস্বার্থ মামলাও করা হয়েছে শীর্ষ আদালতে।এই পরিস্থিতিতে বেশ কিছুটা ব্যাকফুটে গুজরাটের বিজেপি সরকার। এদিকে পাঞ্জাবে জয়ের পরে গুজরাটেও ভাল ফলের জন্য ঝাঁপিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল। বাকি ছিল মোদি ও শাহের গুজরাট।যদিও নির্বাচন কমিশনের তরফে আগেই ইঙ্গিত মিলেছিল, একইদিনে গণনা হতে পারে হিমাচলপ্রদেশ এবং গুজরাট নির্বাচনের। এর আগে ২০১৭ সালেও গুজরাট এবং হিমাচলপ্রদেশের বিধানসভার নির্বাচনের গণনা হয়েছিল একইদিনে। যদিও ভোট হয়েছিল আলাদা দিনে।এবারে কবে গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে, সেদিকেই নজর সকলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*