নির্বাচনের আগেই গুজরাটে সহকর্মীর ছোড়া গুলিতে নিহত আধাসামরিক বাহিনীর ২ জওয়ান

Spread the love

সামনেই বিধানসভা নির্বাচন । জোড়কদমে চলছে প্রচার অভিযান। তার ঠিক আগেই ভোটমুখী গুজরাটে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে চলল গুলি। সহকর্মীর ছোড়া গুলিতে দু’জন জওয়ান নিহত হয়েছেন বলে খবর। আহত আরও দু’জন।
ভোটমুখী গুজরাটে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তেমনই একটি ক্যাম্পে শনিবার রাতে গুলি চলে।জানা গেছে, সহকর্মীদের সঙ্গে বচসার জেরেই এই গুলি ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের খবর, গুলি চালানোর সময় কেউই কর্তব্যরত অবস্থায় ছিলেন না। কেনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের কয়েক জনের মধ্যে ঝামেলা হয়। সেই থেকেই গুলি চলে।

পুলিশ জানিয়েছে, ছে ভোটের কাজের জন্য পোরবন্দরের কাছে মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল। ঘাতক জওয়ানের নাম কনস্টেবল এস ইনাউচা সিংহ। একে ৪৭ রাইফেল দিয়ে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। তাঁর গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন, থোইবা সিংহ এবং জিতেন্দ্র সিংহ। গুলিতে দুই জওয়ান আহত হয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল চোরাজিৎ এবং রোহিকানা। প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। তাঁদের এক জনের পেটে এবং অন্য জনের পায়ে গুলি লেগেছে। প্রাথমিক ভাবে তাঁদের পোরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় জামনগরের একটি হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*